অরুণাচল প্রদেশ থেকে শনিবার নিজে লোকসভা প্রচারণা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন গান্ধীনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার আ’লোতে অবস্থিত আইটিবিপি গ্রাউন্ডে এক জনসভায় বক্তব্য রাখেন মোপদি। শনিবারই আসামের কমপক্ষে দুটি নির্বাচনী র্যালিতে বক্তব্য রাখার কথা তার। প্রথমে তার বক্তব্য রাখার কথা ধিব্রুগড়ের মোরানে। এরপর বক্তব্য রাখার কথা গোহপুরের গাইগাওয়ে। এদিন আহমেদাবাদে রোডশো করেছেন অমিত শাহ।
তার আগে তিনি সরদার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ছিলেন তখন প্রকাশ সিং বাদল, শিবসেনা প্রধান উদ্ভব থ্যাকারে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
ওদিকে বোর্ডিং পাসে এবং চায়ের পেপার কাপে ‘মে ভি চৌকিদান’ লেখা সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকার কারণে বেসামরিক বিমান চলাচল ও রেলওয়ে মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।