সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলায় নিহত ৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বাহিরে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আফ্রিকার জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। এতে অন্তত ৮ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে জঙ্গিরা বন্দুক ও গাড়ি বোমা নিয়ে সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে সেখান থেকে যানবাহন, অস্ত্রসহ আরো অন্যান্য জিনিস পত্র লুটে নেয়।

রাজধানী থেকে ৫০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে বারিরিতে সেনা ঘঁটিতে জঙ্গিরা মেশিনগান সজ্জিত ১১টি পিকআপ নিয়ে হামলার চালায় বলে দাবি করেছেন আল-শাবাবের অপারেশন মুখপাত্র আবদিয়াস আবু মুসাব। এছাড়া অন্যরা গাছের আড়ালে সশস্ত্র অবস্থান নিয়ে সামরিক ঘাঁটি ও পাশ্ববর্তী গ্রাম নিয়ন্ত্রণে রেখেছে বলেও জানান ওই মুখপাত্র।

মোগাদিসু সরকারকে উৎখাত ও কথিত শরিয়া আইন প্রতিষ্ঠার নামে জঙ্গি সংগঠন আল-শাবাব প্রতিনিয়ত সোমালিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। পাশ্ববর্তী মালি, নাইজেরিয়ায়ও জঙ্গি সংগঠনটি সক্রিয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top