মার্কিন সেনাপ্রধানের হুশিয়ারির পরও অনড় তুরস্ক

রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে অনড় অবস্থানে থাকা তুরস্ককে সতর্ক করেছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ড্যানফোর্ড। সোমবার আটলান্টিক পরিষদে দেয়া এক বক্তব্যে তিনি এ সতর্ক বার্তা উচ্চারণ করেন।

মার্কিন সেনাপ্রধান বলেন, ‘তুরস্ক এস-৪০০ কিনলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। দু’দেশ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারে।’

এ সময় তুরস্ককে এ সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রুশ এস-৪০০ কিনলে আঙ্কারাকে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান নাও দেয়া হতে পারে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করা হয়েছে।’

রুশ এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে যুক্তরাষ্ট্র কেন বাধা দিচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছেন জেনারেল ড্যানফোর্ড। এ বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়া ইউরেশিয়াসহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা খর্ব করতে চায়। এজন্য দেশটি তাদের সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে। কিন্তু রাশিয়ার এ পরিকল্পনা বাস্তবায়নে ন্যাটোভুক্ত দেশ তুরস্কের সহযোগিতা করা উচিত নয়।’

এর আগেও অব্যাহতভাবে এ ব্যাপারে তুরস্ককে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে দেশটি কান না দেয়ায় নিষেধাজ্ঞা ও ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুমকি দেয়া হয়।

উল্লেখ্য, মার্কিন চাপ উপেক্ষা করে ২০১৭ সালে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কিনতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করে তুরস্ক। ২০১৯ সালেই এ ব্যবস্থা তুরস্কের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

Scroll to Top