নিউজিল্যান্ডের ২ মসজিদে হামলায় নিহত ৪৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ৪৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ। এই হামলায় ২০ জনের বেশি আহত হয়েছেন বলেও জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, এই হামলায় ২০ বছরের বেশি এক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ নিউজিল্যান্ডের সব মসজিদ বন্ধ রাখার অনুরোধ করেছে।

আজ (১৫ মার্চ) আহমাদ আল মাহমুদ নামের এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, “হামলাকারীর হাতে বড় বন্দুক ছিলো। সেই ব্যক্তি মসজিদে এসেই সবাইকে গুলি করতে শুরু করে।” তিনি এবং অন্য কয়েকজন কাঁচের দরজা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হন বলেও উল্লেখ করেন।

মাহমুদ নাজির নামের একজন মুসল্লি নিউজিল্যান্ড টেলিভিশন টিভিএসজেড-কে বলেন, “আমি খোদার কাছে প্রার্থনা করছিলাম এবং আশা করছিলাম- লোকটি যেনো গুলি থামায়।” “একটার পর একটা গুলি চলছিলো। আমাদের পাশের এক নারীর হাতে গুলি লেগেছে। গুলি চলা থামলে বেড়ার ওপর থেকে দেখতে পাই আরেকজন বন্দুক বদলে নিচ্ছে,” যোগ করেন নাজির।

Scroll to Top