সৌদি রাজপরিবারের এক যুবরাজের আকস্মিক মৃত্যু হয়েছে। রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম ‘আরব নিউজ’ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, যুবরাজের নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ।
সংবাদমাধ্যমটি জানায়, সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের এ সদস্যের মৃত্যুর কারণ রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তার দাফন গোপনে সম্পন্ন করা হয়েছে। দেশটির ক্রীড়াঙ্গনে এ যুবরাজ অনেক জনপ্রিয় ছিলেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
দাফন গোপনে সম্পন্ন করার বিষয়ে সংবাদমাধ্যমটি বলেছে, সৌদি রাজপরিবারে মৃত ব্যক্তিদের দাফনের বিষয়টি গোপনেই সম্পন্ন করা হয়।