বাদশাহ-যুবরাজ দ্বন্দ্ব প্রকট

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে দ্বন্দ্ব প্রকট রূপ নিয়েছে। ইয়েমেন যুদ্ধসহ বেশ কিছু ইস্যুতে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। সূত্রের বরাত দিয়ে গতকাল এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়া ও সুদানে সরকারবিরোধী বিক্ষোভ ও ইয়েমেনে যুদ্ধ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ ছাড়া ইয়েমেনে আরও কঠোর নীতি প্রয়োগ করতে চান যুবরাজ, সেখানে তুলনামূলক নমনীয় হতে যান বাদশাহ।

এ ছাড়া গত মাসে বাদশাহর মিসর সফরের সময় দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ওই সময়ে বাদশাহকে তার পরামর্শকরা সতর্ক করেন যে, যুবরাজ তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। এতে বাদশাহর নিরাপত্তাব্যবস্থায় রদবদল করা হয়। ধারণা করা হচ্ছে, পূর্বে যারা বাদশাহর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা যুবরাজের অনুগত ছিল।

Scroll to Top