জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রাখাইনে সেনাবাহিনীর অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের দ্রুত ফেরত নিতে এবং দ্বন্দ্ব-সংঘাতপূর্ণ রাখাইনে মানবাধিকার কর্মী প্রবেশ নিশ্চিত করার জন্য তাগিদ দেন তিনি।’ রোহিঙ্গা সংকটের সমাধানে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত আলোচনায় আন্তোনিও গুতেরেস এ আহ্বান জানান।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা নিয়ে নিরাপত্তা পরিষদে উন্মুক্ত আলোচনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহিংসতা ছাড়াই রোহিঙ্গাদের নিজ গ্রামে ফেরত নেয়ার ব্যবস্থা করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান। তিনি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা, রাখাইনে সেনা অভিযান বন্ধ করা, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীদের রাখাইনে প্রবেশ নিশ্চিত করার তাগিদ দেন।
রাখাইন থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে মিয়ানমার সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ারও আহ্বান মহাসচিব। ২০০৫ সালের পর প্রথমবারের মতো পূর্বনির্ধারিত আলোচ্যসূচিতে এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ। ১৩ সেপ্টেম্বরের পর এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গা পরিস্থিতি আলোচনা চলছে নিরাপত্তা পরিষদে।
রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা নিয়ে নিরাপত্তা পরিষদের সাত সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, মিসর, কাজাখস্তান ও সেনেগাল ২৩ সেপ্টেম্বর ওই আলোচনার প্রস্তাব দেয়। এসব দেশ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে পরিষদকে বিস্তারিত জানানোরও অনুরোধ জানায়। মহাসচিব গুতেরেস অধিবেশনের শুরুতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন। তিনি গণমাধ্যমে প্রকাশিত রাখাইনে সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেন। অধিবেশন শেষে একটি বিবৃতি প্রচার হতে পারে।
নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন উপস্থিত আছেন। তিনি বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস