বিমান চলাচলে আকাশসীমা পুরোপুলি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। দেশটির সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’- এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সিএএ’র এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, পাকিস্তানের সবগুলো বিমানবন্দর সক্রিয় এবং আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর ১টার মধ্যেই এই নির্দেশ বাস্তবায়ন হয়েছে।
ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইটের চলাচল স্থগিতের ঘোষণা দেয় সিএএ। এতে বিপাকে পড়ে ভারত-পাকিস্তানের আকাশসীমা ব্যবহারকারী অন্যান্য দেশের বিমানগুলোও। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা করা ফ্লাইটগুলোকে স্বাভাবিক যাত্রাপথ বদলাতে হয়।
এদিকে, আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণাটি গতকাল দেয়া হলেও শুক্রবার থেকেই দেশটির আকাশসীমা উন্মুক্ত হতে শুরু করে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করে।