ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা ও পাল্টার হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার মুম্বাইয়ের সব ক’টি মেট্রো স্টেশনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মাত্র একদিন আগে রাজধানী দিল্লিতেও একই অ্যালার্ট জারি করেছিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
বৃহস্পতিবার মুম্বাইয়ের মেট্রো কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, ‘নিরাপত্তাজনিত কারণে মুম্বাইয়ের ১২টি মেট্রো স্টেশনের সবগুলোর ওপর রেড অ্যালার্ট জারি করা হলো। আশা করি সবাই আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন ও সহযোগিতা করবেন।’
ইতিমধ্যে মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও সেনা। স্টেশনগুলোতে সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন নিরাপত্তা কর্মকর্তারা। একই সঙ্গে মুম্বাইয়ের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকগুলো যেমন চাঁদনি চক, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ও কাশ্মীরর গেটের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে বুধবার পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাবার পর কাশ্মীর ও পাঞ্জাসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস