পাকিস্তানের অবিতর্কিত স্থান বালাকোট সীমান্তে গত মঙ্গলবার ভোর রাতে ভারতের বিমান হামলায় ৩৫০ লোক নিহত হয়েছে বলে দাবি করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিন্তু নয়াদিল্লির এ দাবিকে এক বাক্যে উড়িয়ে দিলেন পাকিস্তানের জিও টিভির প্রধান নির্বাহী এবং লাদেনের সাক্ষাতকার নেয়া বিশ্বের একমাত্র আলোচিত সাংবাদিক হামিদ মীর।
হামিদ মীর বলেন, ‘তবে হ্যাঁ, এখানে একটা লাশ নজরে এসেছে, আর তা হলো একটা কাকের লাশ। আর এই কাকের হত্যাকারী হচ্ছে ভারতীয় বিমানবাহিনী।’
বুধবার (২৭ ফেব্রুয়ারি) হামিদ মীর ভারতের দাবি করা হামলাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন।
ইতোমধ্যে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও ভারতের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তি দিয়ে তারা দেখিয়েছে, নয়া দিল্লির এমন দাবিকে স্রেফ রাজনৈতিক চাপাবাজি বলে অভিহিত করেছেন বিশ্ব গণমাধ্যমের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ।
হামিদ মীর ভিডিওতে বলেন, ‘আমি এই মূহুর্তে বালাকোট থেকে ১৯ কিলোমিটার দূরে জাব্বা এলাকায় রয়েছি। এটা সেই জায়গা, দুই দিন আগে যেখানে ভারতীয় বিমানবাহিনী হামলা করেছিল। এখানে স্রেফ একটা হামলার চিহ্ন নজরে এসেছে। তা হলো- একটা বাড়ি যার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ির মালিক নুরান শাহ সামান্য আহত হয়েছেন।’
পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘ভারত বলছে, এখানে জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ক্যাম্প ছিল। কিন্তু এখানে তেমন কিছু নজরে আসেনি। ভারত দাবি করছে, তাদের হামলায় তিন শত থেকে সাড়ে তিন শত লোক মারা গেছে, কিন্তু এখানে কোনো লাশ নজরে পড়েনি। কোনো জানাজা হয়নি, এমনকি কোনো রক্ত চোখে পড়েনি।’