মিসরের রাজধানী কায়রোতে রেলওয়ে স্টেশনে আগুন লেগে অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
ভারতভিত্তিক সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে বুধবার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাতারবিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে কায়রো রেলরোড হাসপাতালের প্রধানের মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের একটি ট্যাংক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ট্যাংকে আগুন লাগার পর সেই আগুন পাশের রেললাইনে চড়িয়ে পড়ে। রামসেস নামের ওই রেল স্টেশনটি কায়রোর অদূরে অবস্থিত।