এক আত্মঘাতী হামলায় আফগানিস্তানের ১২ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের মারুফ জেলার সরকারি ও পুলিশ সদর দপ্তরে এই হামলা চালানো হয়।
বিস্ফোরক ভর্তি সামরিক জিপ নিয়ে এই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
কান্দাহার পুলিশের মুখপাত্র জিয়া দুররানী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১২ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এবং আরো অন্তত চারজনের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। দুররানি আরো বলেন, তালেবান হামলাকারীদেরকে পরাস্ত করা হয়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী মারুফ জেলার সীমান্ত পুলিশের এক কমান্ডার বলছেন, ওই হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আটজন।
২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়ার পর থেকে তালেবানরা যে পাল্টা হামলা শুরু করে তারই ধারবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।
তালেবানরা পুনরায় দেশটির এক বিশাল অংশের ওপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করেছে।
বুধবার কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি রকেট হামলা তালেবান জঙ্গিরা। সেসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস এবং ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ কাবুলে এসে নেমেছিলেন। আর তাদের লক্ষ্য করেই ওই রকেট হামলা চালানো হয়।
এরপর তালেবানদের বিরুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে সহায়ক হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও হামলা চালায়। এতে একজন নিহত এবং ১১ জন আহত হয়। সূত্র : দ্য ডন
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে