রোহিঙ্গারা এক সময় যেখানে বাস করত (ছবি)

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে সহিংসতায় ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গা ও স্যাটেলাইট ছবিতে রাখাইনের মংডুর রোহিঙ্গা গ্রামগুলো পুড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। নিরাপত্তাবাহিনীর ওপর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার পরই রোহিঙ্গা গ্রামগুলোতে অভিযান জোরদার করে সেনাবাহিনী। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ তুলেছে জাতিসংঘ। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, রোহিঙ্গাদের উৎখাতে দেশটির সেনাবাহিনী ‘স্কর্চড আর্থ’ যুদ্ধকৌশল ব্যবহার করছে।

রাখাইনের সহিংসতা কবলিত অঞ্চলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ করে রেখে মিয়ানমার। এই নিষেধাজ্ঞা থাকার পরও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিনিধিদের ওই অঞ্চলে পাঠিয়েছে। রোহিঙ্গা গ্রামগুলোর পুড়ে যাওয়ার ছবি এর আগে রোহিঙ্গা অ্যাক্টিভিস্টদের মাধ্যমে অনলাইনে ছড়িয়েছে। ওই ছবিগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করতে পারেনি। এবার প্রথমবারের কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে রয়টার্স পুড়িয়ে দেওয়া রোহিঙ্গা গ্রামগুলোর ছবি প্রকাশ করেছে। ছবিগুলো তুলেছেন রয়টার্সের ফটোসাংবাদিক সয়ই জেয়া টুন।

\"\" \"\" \"\" \"\" \"\" \"\" \"\"

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top