যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের একটি পার্কে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

গতকাল শুক্রবার শিকাগো থেকে ৪০ মাইল পশ্চিমে অরোরা উপশহরে বন্দুকধারীর এ হামলার ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সী হামলাকারীর নাম গ্যারি মার্টিন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি চালানো হয় হেনরি প্রাটি কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে। কোম্পানিটি বৃহদাকার পানির পাইপের জন্য ভালভ তৈরি করতো।

অরোরা পুলিশ প্রধান ক্রিসেন জিমেন এক সংবাদ সস্মেলনে জানান, শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ২৪ মিনিটে বন্দুকধারীর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে হামলার বর্ষপূর্তির একদিন পর শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটলো। পার্কল্যান্ডের ওই স্কুলে সেদিনের হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়।

Scroll to Top