কাবুল থেকে দিল্লিগামী বিমানে জঙ্গি হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এক অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আফগানিস্তানের রাজধানী কাবুলে যাওয়ার কয়েক ঘন্টা পর বুধবার স্পাইসজেটের দিল্লি-কাবুল বিমানে এ ঘটনা ঘটল।

তালিবান রকেট লঞ্চার হামলাটি করেছে বলে মনে করা হচ্ছে৷

বিমানবন্দরে যখন রকেট হামলা হয়, সেখানেই ছিল স্পাইসজেট এসজি ২২ বিমান৷ বিমানটি উড়ানের জন্য প্রস্তুত হচ্ছিল৷

স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, যখন ঘটনাটি ঘটে তখন কাবুল-দিল্লি বিমান উড়ানের জন্য তৈরি ছিল৷ শুধু ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি৷ বিমানে প্রায় ১৮০ জন যাত্রী ও ক্রু ছিলেন৷ প্রত্যেককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে৷ তাদের টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷

ট্যুইটারে হামলার কথা স্বীকার করে নিয়েছে তালিবান জঙ্গিগোষ্ঠী৷ আমেরিকার প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস এখন কাবুল সফরে গিয়েছেন৷ তিনিই হামলার লক্ষ্য ছিলেন বলে জানিয়েছে তালিবান৷

সকাল ১১টা ২০ মিনিটে বিমানটির উড়ান শুরু করার কথা ছিল৷ কিন্তু বিমানবন্দরে হামলার কারণে সেটি নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি৷

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top