ভেনেজুয়েলা সংকটে জাতিসংঘ কোনও পক্ষ নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির মহাসচিব এন্টোনিও গুতেরেস। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে, দেশটির রাজনীতিতে সংস্থাটি কোনও পক্ষ নেবে না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ অন্তত ২০টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। তাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাস করেছে ইউরোপীয় পার্লামেন্টও। বিপরীতে মাদুরোকে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক ও মেক্সিকোর মতো দেশগুলো।
এদিকে ভেনেজুয়েলার চলমান সংকট নিয়ে একটি সংলাপ আয়োজনের পরিকল্পনা করছে মেক্সিকো ও উরুগুয়ে। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ১০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে মার্কিন সাম্রাজ্যবাদের হাত থেকে ভেনেজুয়েলাকে যে কোনও মূল্যে রক্ষার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন অঙ্গীকার করেন। মাদুরো বলেন, আমার জীবন দিয়ে এই দেশকে রক্ষা করবো।
নিকোলাস মাদুরো বলেন, যারা এই দেশে হস্তক্ষেপের জন্য বিদেশিদের আহ্বান জানাচ্ছে, যারা নিজেদের সাম্রাজ্যবাদী শয়তানের কাছে সঁপে দিয়েছে আমরা সত্যিকারের ভেনিজুয়েলাবাসী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
অন্য দিকে ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের জন্য মাদুরোর ওপর চাপ প্রয়োগের উদ্যোগ নিয়েছে আঞ্চলিক দেশগুলোর জোট লিমা গ্রুপের অধিকাংশ সদস্য। তবে রয়টার্স জানিয়েছে, মাদুরোকে উৎখাতের জন্য যেকোনও পদক্ষেপের বিরোধিতা করছে এ জোটের গুরুত্বপূর্ণ সদস্য মেক্সিকো। ফলে দেশটিকে এ ব্যাপারে রাজি করানোই এখন জোটের অন্য দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আর কোনও আলোচনার সুযোগ নেই। মাদুরো সরকারকে উৎখাতে সব বিকল্প ইতোমধ্যেই আলোচনার টেবিলে রয়েছে। তার স্বৈরশাসনের মেয়াদ ফুরিয়ে এসেছে। তবে মাদুরো তাকে উচ্ছেদের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে নোংরা সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তাকে উৎখাতে জিদ করে থাকেন তাহলে তাকে রক্তে রঞ্জিত হয়ে হোয়াইট হাউস ছাড়তে হবে। স্প্যানিশ সাংবাদিক জোরদি ইভোলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নিকোলাস মাদুরো বলেন, ‘থামুন। থামুন, ট্রাম্প! এখানেই থেমে যান! আপনি এমন ভুল করছেন যা আপনার হাতকে রক্তে রঞ্জিত করবে। রক্তের দাগ নিয়ে আপনাকে প্রেসিডেন্সি ছাড়তে হবে। কেন আপনি ভিয়েতনামের পুনরাবৃত্তি চাইছেন?’
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে