ভবনের ওপর ভেঙে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি ভবনের ওপর বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। রোববারের ওই দুর্ঘটনায় এক পাইলট এবং আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে ৭০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়োরবা লিনডাতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়।

\"\"

সংবাদমাধ্যমে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুইতলা ভবনের দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় দগ্ধ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই ইঞ্জিনবিশিষ্ট ছোট একটি আকাশযান ছিল এটি।

\"\"

বিমানটি শহর থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top