এবার গির্জায় বোমা হামলায় ২১ জনের মর্মান্তিক মৃত্যু

ফিলিপাইনের একটি গির্জায় প্রার্থনা চলাকালে বোমা হামলায় অন্তত ২১জন নিহত হয়েছেন। রোববার পরপর দুটি বোমার বিস্ফোরণে আহত হয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ।

হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষও রয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের ওই দ্বীপে জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী সুলুতে অবস্থিত রোমান ক্যাথলিক ওই চার্চের ভেতরে প্রথমে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে বাইরে।

দেশটির পুলিশ প্রধান অস্কার আলবায়ালডে জানিয়েছেন, হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ উভয়ই রয়েছে।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা ডেলফিন লরেনজানা জানিয়েছেন, ঘটনার পর দ্বীপটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জোলো দ্বীপে আবু সাইফ বাহিনীর তৎপরতা রয়েছে। এই বাহিনীকে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন আগেই কালো তালিকায় রেখেছে। সূত্র: আল জাজিরা

Scroll to Top