ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক ফেব্রুয়ারির শেষে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠক আগামী মাসেই অনুষ্ঠিত হবে। শুক্রবার উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়াংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজ জানায়, ফেব্রুয়ারির শেষে শীর্ষ দুই নেতার পরবর্তী অনুষ্ঠিত হবে। তবে কোথায় দুই নেতার মধ্যে বৈঠক হবে, তা  এখনও জানানো হয়নি। এরআগে কিম ইয়াং ট্রাম্পের হাতে কিম জং উনের চিঠি তুলে দেন। ট্রাম্পকে লেখা কিমের চিঠির বিষয়বস্ত জানায়নি হোয়াইট হাউজ।

গত বছরের ১২ই জুন সিঙ্গাপুরে প্রথমবারের মতো কিম জং উনের সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক ওই বৈঠক শেষে এক সমঝোতা চুক্তিতে যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে দীর্ঘদিনের বৈরী দু\’দেশ। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দু’দেশের মধ্যেএখনো দর কষাকষি চলছে।

লেটেস্টবিডিনিউজ.কম/কেএস

Scroll to Top