তীব্র তাপদাহের কবলে অস্ট্রেলিয়া। রেকর্ড তাপমাত্রায় ক্রমশ বিপর্যস্ত হয়ে উঠছে সেখানকার জনজীবন। দেশটিতে বর্তমান গড় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
টানা দশদিন যাবত চলা এমন অবস্থায় ইতোমধ্যে মানুষের পাশাপাশি অনেক জন্তুরও মৃত্যু হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ দুর্ভোগের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগের মতে, শুক্রবার (১৮ জানুয়ারি) দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, এমন ভয়াবহ তাপমাত্রার কারণে স্থানীয় সব সমুদ্র সৈকতসহ বেশীরভাগ পার্কের গাছের নীচে মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তাছাড়া নদীগুলোতে জীব-জন্তুদেরও প্রচণ্ড রোঁদ থেকে বাঁচতে গোসল করতে দেখা গেছে।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস