ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে পার্লামেন্টে তার ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটিতে পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন।
মঙ্গলবারই এ চুক্তি নিয়ে ভোট দেবেন এমপি’রা। মে সোমবার এমপি’দেরকে দেশের স্বার্থে চুক্তির পক্ষে ভোট দেওয়া এবং চুক্তিটিতে আরেকবার চোখ বুলিয়ে নেওয়ার আহ্বান জানান।
কিন্তু ভোটে বেশিরভাগ এমপি’ই চুক্তিটি প্রত্যাখ্যান করবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। লেবার পার্টি ও অন্যান্য বিরোধী দলের প্রায় সব আইনপ্রণেতাসহ মে’র নিজ দলেরও অনেক এমপি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে চুক্তি বিপক্ষে ভোট দেবেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে বড় ধরনের পরাজয়ে পড়তে পারেন মে।
আর এরকম হলে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) নির্ধারিত সময় (২৯ মার্চ) পিছিয়ে দিতে বাধ্য হতে পারেন মে। অথবা ব্রেক্সিট নিয়ে আরেকটি গণভোট কিংবা চুক্তি ছাড়া ইইউ ত্যাগেসহ নানা বিকল্প পদক্ষেপ নেওয়ার পট প্রস্তুত হতে পারে।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে