তালেবানকে সহায়তা, পাকিস্তানের উপর চাপ বাড়ালো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে সক্রিয় থাকা জঙ্গি সংগঠন তালেবান পাকিস্তান সরকারের কাছ থেকে সমর্থন পাচ্ছে দাবি করে দেশটির ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানকে আরও কঠোর ও ভিন্ন পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, শর্ত সাপেক্ষে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় তার দেশ ইসলামাবাদের সঙ্গে একত্রে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর হামলার জন্য পাকিস্তান সন্ত্রাসী সংগঠনগুলোকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করছে। উগ্রপন্থিদের দমন করতে না পারলে পাকিস্তানকে দেয়া মার্কিন সামরিক ও অন্যান্য সহায়তা ঝুঁকির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

তবে পাকিস্তান সরকার বারবারই তালেবানকে আশ্রয় দেয়ার বিষয়টি অস্বীকার করে এসেছে।

এর আগে আফগানিস্তানে সেনা বাড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দেয় তালেবান।

বিবৃতিতে তালেবান মুখপাত্র জানিয়েছে, সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তালেবান যোদ্ধারা লড়াই চালিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top