সিরিয়ায়র পূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস সেনাদের পাল্টা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) আইএসের সর্বশেষ ঘাঁটি দখলে অভিযান চালালে এই পাল্টা হামলা চালায় আইএস। বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।
খবরে আরও বলা হয়, এ হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ২৩ জন ও আইএসের ৯ জন নিহত হয়।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থের প্রধান রামি আবদেল রহমান গতকাল জানান, রবিবার শেষ ভাগে ইউফ্রেটিস উপত্যকায় মোতায়েন এসডিএফের ওপর একের পর এক আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে পাল্টা হামলা শুরু করে আইএস। এ সময় দুই পক্ষের মধ্যে শুরু হওয়া লড়াইয়ে সোমবার সকাল পর্যন্ত ‘কুর্দি ও আরবদের নিয়ে গঠিত এসডিএফের ২৩ ও আইএসের ৯ যোদ্ধা নিহত হয়।’
তিনি আরো বলেন, আইএস ‘মূলত ওই এলাকাটির তিন দিক থেকে হামলা চালায় এবং বেশ কিছু এলাকা দখল করে নেয়। কিন্তু সোমবার সকালে এসডিএফের যোদ্ধারা হামলার জবাব দিতে শুরু করলে পর্যাপ্ত লোকবলের অভাবে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা।