হঠাৎ বিশ্বব্যাংক ছেড়ে যাওয়ার ঘোষণা…

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সোমবার ঘোষণা দিয়েছেন তিনি চলতি জানুয়ারি মাস শেষে পদত্যাগ করবেন। নিজের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই কিমের অপ্রত্যাশিতভাবে সরে দাঁড়ানোর ঘটনা ট্রাম্প প্রশাসন এবং বিশ্বব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানো নিয়ে অভিযোগকারী দেশগুলোর মধ্যে ভীষণ দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিম চলে যাওয়ার পর বিশ্বব্যাংকের প্রধান পদে নিজের পছন্দ মতো কাউকে মনোনয়নের সুযোগ পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গঠিত বিশ্বব্যাংকের সব প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান নিয়োগ পান ইউরোপ থেকে।

চীন ও অন্যান্য এশিয়ান দেশসহ বিভিন্ন দেশ এ পদ্ধতি নিয়ে অভিযোগ করে আসছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রথম মেয়াদে বিশ্বব্যাংকের দায়িত্ব পান জিম ইয়ং কিম। ওবামা ২০১৬ সালের আগস্টে তাকে পুনরায় মনোনয়ন দেন। কিমের এ মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২২ সালের ৩০ জুন।

বিশ্বব্যাংক জানিয়েছে, সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিভা ১ ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেই সাথে ব্যাংকের নির্বাহী বোর্ড কিমের স্থায়ী উত্তরসূরি বেঁছে নিতে অবিলম্বে কার্যক্রম শুরু করবে।

Scroll to Top