থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় পাবুক। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। গত ৩০ বছরের মধ্যে এটাই দেশটিতে সবচেয়ে শক্তিশালী ঝড় বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নাখন সি থাম্মারাত প্রদেশে পাবুক ঝড়ের প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঝড় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অগ্রসর হতে পারে বলে সতর্ক করা হয়েছে। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে ঝড় আঘাত হানবে।
কয়েক হাজার মানুষ ইতোমধ্যেই কোহ সামুই, কোহ তাও এবং কোহ ফাংগান দ্বীপ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কোহ সামুই দ্বীপের পর্যটকরা জানিয়েছেন, ওই দ্বীপে ভারী বৃষ্টিপাত, ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানের লোকজন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শনিবার সকাল পর্যন্ত লোকজনকে ঘরের ভেতরেই অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
লেটেস্টবিডিনিউজ.কম/পিএস