জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আফ্রিকার দেশ মালির উত্তরে বাংলাদেশি তিন সেনার প্রাণহানির পর হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস।
রোববার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ওই তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
এক বিবৃতিতে মহাসচিব অ্যান্তোনিও গুতেরাসের মুখপাত্র মালিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া শান্তিচুক্তি বাস্তবায়নে মালির সরকার এবং সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ