মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যকার বাকযুদ্ধকে কিন্ডারগার্টেনের শিশুদের লড়াই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়া হবে বলে ট্রাম্প হুমকি দেয়ার পর তাকে (ডোনাল্ড ট্রাম্প) মানসিক বিকারগ্রস্ত এবং তার ভীমরতি শুরু হয়েছে বলে মন্তব্য করেন কিম জং উন। এর জবাবে কিম জং উনকে পাগল হিসেবে আখ্যা দিয়ে টুইট করেন ট্রাম্প।
সার্গেই লাভরভ জানান, মাথাগরম দুজনকে শান্ত করার জন্য একটি বিরতি দরকার। হ্যাঁ, উত্তর কোরিয়ার পারমাণবিক সেনা কার্যক্রমগুলো নীরবে চেয়ে চেয়ে দেখার কিছু নেই। তবে কোরিয়া উপদ্বীপে যুদ্ধ লেলিয়ে দেয়াটাও অগ্রহণযোগ্য।
রাজনৈতিক পদ্ধতিতে বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি; যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ বলেও মন্তব্য করেন লাভরভ।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে মিলে যুক্তিসঙ্গত পদ্ধতিতে আমরা চেষ্টা চালিয়ে যাবো; তবে আবেগপ্রবণ কারও মতো নয় যে, কিন্ডারগার্টেনের শিশুরা মারামারি শুরু করেছে আর কেউ তাদের থামাতে পারবে না।
জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোকে হুমকি দেয়; তবে তিনি দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন। তিনি একটি আত্মঘাতী মিশনে কিমকে রকেট মানব বলেও ব্যঙ্গ করেছেন।
এদিকে, ট্রাম্পের ওই হুমকির একদিন পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সরকারি গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে ট্রাম্পকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছেন কিম জং উন। ট্রাম্পকে তার বক্তব্যের জন্য চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন কিম।
দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, শুক্রবার নিউইয়র্ক শহরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়োং হো এক বিবৃতিতে বলেছেন, তার দেশ প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন মাত্রার একটি হাইড্রোজেন বোমা পরীক্ষার বিষয়টি বিবেচনা করছে।
এর আগেও জাপানের ওপর দিয়ে দু\’বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই ঘটনাকে জাপান অপ্রীতিকর হিসেবে উল্লেখ করেছে। ক্ষেপণাস্ত্র হামলা জাপানের নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র : বিবিসি
বাংলাদেশ সময় : ১২১৬ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ