ভারতের ধর্মগুরু ‘বাবা’ রাম রহিম সিংহ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে অন্য বাবাদের নিয়েও নানা রকম কথা শুরু হয়েছে। তাদের উপর যেমন নজর রাখা হচ্ছে তেমনি প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। এবার জানা গেলো তাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে।
বাপু
জয় হিন্দ স্কুল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন আসারাম বাপু। বাবার মৃত্যুর পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
রবি শঙ্কর
বেঙ্গালুরু ইউনিভার্সিটির সেন্ট জোসেফ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রবি শঙ্কর।
রাম দেব
শাস্ত্র, যোগ এবং সংস্কৃত ভাষায় গুরুকূল কাঙ্গরি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন রামদেব।
রাম রহিম
রাজস্থানের গুরুসার মোদিয়া গ্রামেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন ডেরা সচ্চা সৌদার প্রতিষ্ঠাতা গুরমিত। এরপর লন্ডনের ওয়ার্ল্ড রেকর্ডস ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিও রয়েছে তার দখলে।
বাংলাদেশ সময় : ১৭৫৩ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ