জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের জন্য নিউইয়র্কে জমায়েত হয়েছেন ৯০ টি দেশের রাষ্ট্রপ্রধান, পাঁচজন ভাইস প্রেসিডেন্ট, ৩৯ জন সরকার প্রধান, তিনজন উপপ্রধানমন্ত্রী এবং ৫২ জন মন্ত্রী।
আচ্ছা তারা কি খাবেন দুপুর বা রাতে? এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, দুপুরের খাবারে আলু ও গরুর মাংস থাকছে প্রধান মেনু হিসেবে। এই মেনুটি ট্রাম্পের খুব প্রিয়।
জাপানি ওয়াগিউ গরুর মাংসের সাথে থাকছে ইয়োগো গোল্ড আলু। রোস্ট করা এসপারাগাসের সাথে থাকছে কচি গাজর।
এছাড়া থাকবে মাশরুম, হ্যারিকট সীম, লেটুস পাতা। আরও আছে বিভিন্ন প্রকার ফল-ফলাদি। সেনসারি ওয়াইন নামে একটি বিশেষ প্রকার ফরাসি ওয়াইনও থাকবে টেবিলে।
দুপুরের লাঞ্চে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাশে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ