বিভিন্ন সময়ে সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরতে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।
পাপুয়ান নিউগিনির মানুস দ্বীপের একটি শরণার্থী শিবিরে যেসব রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তারা নিজ দেশে ফিরতে চাইলে তাদের অর্থসহায়তা দেবে অজি সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওইসব রোহিঙ্গা নিজ দেশে ফিরতে চাইলে তাদের প্রত্যেককে ২৫ হাজার অস্ট্রেলীয় ডলার বা ১৬ লাখ টাকা দেওয়া হবে।
সাধারণত সাগর পাড়ি দিয়ে যেসব শরণার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশ করে তাদের মানুস দ্বীপের ওই ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।
ওই কেন্দ্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে বন্দি শরণার্থীদের অত্যাচারের অভিযোগ ওঠে। গত বছর অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট ওই কেন্দ্রটি বন্ধের নির্দেশ দেয়।
গার্ডিয়ানের অনুসন্ধানে দেখা গেছে, মানুস দ্বীপের ওই ডিটেশনকেন্দ্রের কমপক্ষে ৭ রোহিঙ্গাকে বাধ্যতামূলকভাবে দেশে পাঠানোর চিন্তা করছে অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী বাহিনী।
ওই কেন্দ্রের এক বন্দি রোহিঙ্গা শরণার্থী ইহয়া তাবানি বলেন, চলমান সংহিংসতার মধ্যে রোঙ্গিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হচ্ছে বলে ঝুঁকির বিপরীতে ওই ২৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী বাহিনী।
৩২ বছরের তাবানি জানান, তিনি ২০১৩ সালে জলপথে অস্ট্রেলিয়া পৌঁছান। তবে তাকে পাঠানো হয় মানুস দ্বীপে। আর এখন তার দেশ যখন আগের চাইতে আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছে সেই সময়ে তাকে দেশে ফিরতে হবে। তাবানি জানান, তার সামনে এখন আর কোনো পথ খোলা নেই।
তাবানি বলেন, আমার এখানে থাকতে ইচ্ছে করে না। আমার এখানে মরতেও ইচ্ছে করে না। আমি দেশে ফিরতে চাই। আমি জানি মিয়ানমারের পৌঁছানোর সঙ্গে সঙ্গে উগ্র বৌদ্ধরা এবং সেনা সদস্যরা আমাকে হত্যা করবে। কিন্তু তবুও আমি নিজ দেশের মাটিতেই মরতে পছন্দ করবো।
উল্লেখ, গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এই ভয়ঙ্কর অভিযান চলছে। মুসলমান রোহিঙ্গাদের প্রতি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের বিদ্বেষ পেয়েছে নতুন মাত্রা।অন্তত চার লাখ ৩০ হাজার রোহিঙ্গা ইতোমধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ