নাইজেরিয়ায় নৌকা ডুবে শিশুসহ ৩৩ জনের মৃত্যু

নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কয়েকটি শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি বিভাগ। গত বুধবার সকালে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত লোলো গ্রাম এলাকার কাছে নাইজার নদীতে এ ঘটনা ঘটলেও শুক্রবার ঘটনার বিস্তারিত প্রকাশ পেতে শুরু করে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে মোট ১৫০ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে ৮৪ জনকে উদ্ধার করা গেলেও আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

বিবিসির খবরে আরো বলা হয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার জন্য ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করেছেন তারা। নৌকাটি নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নাইজার থেকে রওনা হয়েছিল।

এ ব্যাপারে নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এনইএমএ) কর্মকর্তা সুলেইমান মোহাম্মদ করিম জানিয়েছেন, ৭০ জন যাত্রী ধারণক্ষমতার নৌকাটিতে ১৫০ জন যাত্রী ও তাদের মালামাল তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন উদ্ধার করা যাত্রীরা।

যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের সম্পর্কে তিনি বলেন, \’দুই দিন ধরে আমরা নদীতে আছি, তারা মারা গেছেন বলেই ধারণা করছি। \’
উল্লেখ্য, অতিরিক্ত যাত্রী বহনের কারণে নাইজেরিয়ায় প্রায়ই প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top