৯/১১ মানে ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ড ট্রেড সেন্টারে হামলায় ২ হাজার ৭৫৩জন নিহত হয়েছিল। আজ সেই ভয়াবহ হামরাল ১৬ বছর পূর্তি।
হামলায় নিহতদের মধ্যে সনাক্ত হওয়া গেছে ১ হাজার ৬৪১ জনের পরিচয়। শুধু প্রাণের হিসেবেই নয়, সেই ঘটনায় পাল্টে গেছে বিশ্ব রাজনীতির মানচিত্র।
সেই ঘটনা জুড়ে রয়েছে অনেক মতপার্থক্য। কে হামলা চালিয়েছিলো সেই নিয়ে বিতর্ক ও ধোয়াশার শেষ নেই। ১৬ বছর পেরিয়ে গেলেও এখনও অস্পষ্ট অনেক প্রশ্নের জবাব।
২০০১ সালের এ দিনটিতেই আমেরিকার রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মহানগর ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক সিটিতে প্রায় একই সময় চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা চালানো হয়। ছিনতাই করা বিমানগুলোর মধ্যে মার্কিন বিমান সংস্থার দুটি বিমান নিয়ে সরাসরি হামলা চালানো হয়- ওয়ার্ল্ড ট্রেড সেন্টার\’ খ্যাত নিউইয়র্কের সুউচ্চ সাউথ টাওয়ার\’ ও নর্থ টাওয়ার\’ ভবনে। মুহূর্তের মধ্যে ধসে পড়ে বহুতল ভবন দুটো।
ঘটনার পরপরই সন্দেহের তীর আল কায়দার ওপর গিয়ে পড়ে। প্রাথমিকভাবে নির্মম হামলাগুলোর সঙ্গে সংশি্লষ্টতার বিষয় অস্বীকার করলেও ২০০৪ সালে হামলার দায় স্বীকার করে নেন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম