আইএস ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা (ভিডিও)

আইএস ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়ার। ভূমধ্যসাগরের একটি রুশ ফ্রিগেট থেকে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দেইর আজ জোরের কাছে আইএস ঘাঁটি লক্ষ্য করে একের পর এক কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, \’ক্ষেপণাস্ত্রের আঘাতে আইএসের নিয়ন্ত্রিত একটি যোগাযোগ কেন্দ্র, বেশ কিছু অস্ত্রাগার এবং একটি মেরামত কারখানা ধ্বংস হয়েছে। আইএস জঙ্গিরা রাশিয়া এবং স্বাধীন কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর নাগরিক এবং তাদেরকে টার্গেট করেই এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। \’ বিবৃতিতে আরও বলা হয়েছে, \’আইএসের ঘাঁটি ক্ষেপণাস্ত্র আঘাতে হানার ফলে দেইর আজ জোরে সিরিয় সেনাবাহিনীর অগ্রাভিযানকে সুবিধা করে দিয়েছে এবং শহরের আশপাশে পুনর্গঠিত হয়ে শক্তি অর্জনের সন্ত্রাসীদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। \’

অন্যদিকে, সিরিয়ার মিত্র বাহিনীর কমান্ড জানিয়েছে, দেইর আজ জোর সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করার অভিযান বিলম্ব ঘটাতেই মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। কমান্ড কেন্দ্রের বরাত দিয়ে সিরিয়ার \’ওয়ার মিডিয়া\’ জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং যুদ্ধের ময়দানে সন্ত্রাসীদেরকে সুবিধা পাইয়ে দিতেই এ জোট ইচ্ছাকৃতভাবেই সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top