ভারতে কথিত ভন্ড ধর্মগুরু রাম রহিমের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ঘটনার জন্ম দিলেন আরেক সাধু। ওই সাধুর বিরুদ্ধে আশ্রমের ভেতরে এক ভক্তকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের বীরভূম এলাকার একটি আশ্রমে।
এ ঘটনায় রোববার বক্রেশ্বর ধামে নদীর পাড় থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বক্রেশ্বরের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। সেই সঙ্গে ওই সাধুকেও আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওইদিন সকালে ওই নারী আশ্রমে পূজার জন্য গিয়েছিলেন। কিন্তু পরে সন্ধায় তিনি বাড়িতে না ফেরায় সন্দেহ হয় স্বজনদের। রাতে তার লাশ নদীর পানিতে ভাসতে দেখে লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এসময় মহাদেব মন্ডল নামে এক সাধুর মন্দিরের পিছনে পুজোর সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, ওই সাধুর সাহায্যে পূজার প্রস্তুতি শুরু করেছিলেন মহিলা।
ওই নারীর লাশ উদ্ধারের সময় তার গলায় কাপড়ের ফাঁস লাগানো ছিল এবং হাত দুটো তার পেছনে বাঁধা ছিল। এ থেকেই ধারণা করা হচ্ছে, ওই সাধু তাকে ধর্ষণের পর হত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে