শক্তিশালী হারিকেন হার্ভে\’র প্রভাবে সৃষ্ট বন্যায় প্লাবিত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু শহর। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
ভারীবর্ষণে প্লাবিত হয়ে হাউসটনের পাশের হাইওয়ে সম্পন্ন পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া হাইওয়ের ওপর বিস্তীর্ণ জলরাশি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় টেউ প্রবাহিত হচ্ছে। যা দেখতে লাগছে মহাসাগরের মতো।
বৃহস্পতিবার সকালে সিএনএন এমন খবর জানায়। কয়েক দিন আগেও হাউসটনের আশপাশ এলাকার হাইওয়েতে পুরোদমে যানবাহন চলাচল করত। এখন সেখানে পানির উত্তাল টেউ। এরই মধ্যে কাউকে নৌকা যোগে গন্তব্যে ছুটতে দেখা যায়।
খবরে বলা হয়, হার্ভের প্রভাবে টেক্সাসে ভারীবর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যায় লুটপাট ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, বন্যার কারণে টেক্সাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেমিক্যাল প্ল্যান্ট বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের আশঙ্কা দেখা দিয়েছে। ওই এলাকা থেকে সবাইকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার (২৫ আগস্ট) স্থানীয় সময় রাতে এক যুগের মধ্যে শক্তিশালী হারিকেন হার্ভে আঘাত হানে দেশটির ট্রেক্সাস উপকূলে। এই হারিকেনে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ মাইল পর্যন্ত। ২০০৪ সালের পর ক্যাটাগরি-৪ পর্যায়ের এটি ছিল ভয়াবহ হারিকেন। টেক্সাসের পোর্ট আরানাস এবং পোর্ট ও\’ কননর এর মধ্যবর্তী স্থানে হারিকেন হার্ভে আঘাত হানে। এরপর টেক্সাসের হাউসটনসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে জনজীবনে নেমে আসে দুর্ভোগ।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ