দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী আজ মঙ্গলবার বোমা বর্ষণের মহড়া চালিয়েছে। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে চালান হলো এ যুদ্ধমহড়া।
মহড়ায় যুক্তরাষ্ট্রের তৈরি মার্ক-৮৪ বোমা ব্যবহার করা হয়েছে। মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর চারটি এফ-১৫কে জঙ্গিবিমান আট দফা মার্ক-৮৪ বোমা ফেলেছে। মহড়ায় ব্যবহৃত মার্ক-৮৪ প্রতিটি বোমার ওজন একটন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা।
দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাংওন এ মহড়া চালানো হয়েছে। অবশ্য কি ধরণের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এ বোমা ব্যবহার করা হয়েছে বা মহড়ার উদ্দেশ্য কতোটা সফল হয়েছে তা নিয়ে আর কোনো তথ্য খবরে দেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ