চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ৩২ জন। এ দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন।
গুইঝু প্রদেশের বিজি শহরের উপকণ্ঠে সোমবারের ভূমিধসের ঘটনায় এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার তারা আরও জানায়, সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্থানীয় লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
পিপলস ডেইলির টুইটার একাউন্টে দেয়া ভিডিও ফুটেজে পাহাড় ধসের দৃশ্য দেখা যায়। জাতীয় কর্তৃপক্ষ বিজি শহরের জন্য চতুর্থস্তরের সতর্কতা জারি করেছে।
প্রচণ্ড বর্ষণের পর বিশেষ করে চীনের প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিধসের ঘটনা ঘটে থাকে।
বাংলাদেশ সময় : ১২৪৮ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ