সবাইকে কাঁদাচ্ছে নাফ নদীতে ভাসমান রোহিঙ্গা শিশুর এই ছবিটি!

সোমবার নাফ নদীতে ভাসমান এক রোহিঙ্গা শিশুর ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা ও দমন-পীড়ন শুরু হয়েছে। সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে হাজারো রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে আসছেন। তারা অনুপ্রবেশের চেষ্টা করছেন। অনেকে অনুপ্রবেশ করতে সক্ষমও হয়েছেন।

গেলো বছরের অক্টোবরে রাখাইনে একই কায়দায় দমন-পীড়ন শুরু হয়েছিল। তখন হাজারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরই মধ্যে মিয়ানমারের কয়েক লাখ নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। নতুন অনুপ্রবেশে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর বর্বর নির্যাতন থেকে রেহাই পেতে সম্প্রতি পলায়নরত রোহিঙ্গাদের ওপর নোম্যান্স ল্যান্ডে গুলি চালিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। দেশটির সীমান্তরক্ষীদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। অনেকে নৌকায় অনুপ্রবেশের অপেক্ষায় ভাসমান আছেন।

তবে সোমবার ফেসবুকে ভাইরাল ছবিটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। গেলো বছরের অভিযানের সময়ও কয়েকজন শিশু নিহত হয়েছিলেন। সেসময় এমনই একটি শিশু মাটিতে পড়েছিল যার সঙ্গে সিরিয়ার শরণার্থী শিশু আইলান কুর্দির মরদেহের সাদৃশ্য পাওয়া গেছে।

শিশু হত্যার এই বিভৎস চিত্র দেখে অনেকেই মিয়ানমারের হাত থেকে রোহিঙ্গা শিশুদের উদ্ধারে দেশটিতে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top