ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করুন: বিচারকের সামনে কেঁদে দিলেন রাম রহিম সিং

“ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন” – বিচারকের সামনে কেঁদে দিয়ে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং ইনসান। স্থানীয় সময় দুপুর আড়াটায় ভারতের সিবিআইয়ের বিশেষ আদালতের সাজা ঘোষণায় আদালত শুরুর হওয়ার পরই বিচারকের সামনে রাম রহিম কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, “আমি মানুষের জন্যই কাজ করেছি। আমি একজন সমাজসেবী। মানুষের জন্যই কাজ করছি। আমার অন্যায় হয়েছে। দোষ হয়েছে।”

এদিকে ধর্ষণের দায়ে ১০ বছরের সাজা ঘোষণা করা হলো ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং এর বিরুদ্ধে। সোমবার রোহতকের জেলে স্থাপিত অস্থায়ী আদালতে এ রায় ঘোষণা করেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি জগদীপ সিং।

বাংলাদেশ সময় : ১৬৩৪ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ