বাবাকে নিয়ে যা বললেন তার ছোটবেলার বন্ধুরা

ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক ধর্মগুরু গুরমিত সিংহ রাম রহিম ছোটবেলায় বন্ধুদের সঙ্গে মাঠের পর মাঠ, খেতের পর খেত ছুটে বেরিয়েছেন। ছোটবেলায় কেটেছে বছরের পর বছর- সেই বন্ধুই আজ ধর্ষণে অভিযুক্ত। ‘প্রিয়’ বন্ধুর বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ শুনে স্তম্ভিত রাম রহিমের বন্ধুরা।

রাম রহিমের বন্ধুরা জানান, গুরমিত বড়লোক পরিবারের সন্তান। সে পড়াশোনাতেও বরাবরই মেধাবী ছিল। লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য কাজকর্ম, সব কিছুতেই গুরমিতের ধারে কাছে কেউ ছিল না।

গ্রামবাসীদের কথায়, পরিবারের একমাত্র ছেলে গুরমিত ছোট থেকেই ছিল বাবা-মায়ের নয়নের মণি। ছোট্ট গুরমিতের অমায়িক ব্যবহার প্রতিবেশীদের কাছেও তাকে জনপ্রিয় করে তুলেছিল। স্কুলের শিক্ষকরাও তাকে অনেক ভালোবাসত

যে দিন ডেরা সচ্চা সৌদার দায়িত্ব পেয়েছিলেন, সেই দিনটা আজও ভুলতে পারেননি গুরমিতের বন্ধুরা। সারাটা রাত জেগে কাটিয়ে ছিলেন তারা। একই অবস্থা রাজস্থানের গোটা শ্রী গঙ্গানগর জেলার। এখানেই ১৯৬৭ সালের ১৫ অগস্ট জন্মেছিল তিনি।

জনপ্রিয়তা, ক্ষমতা, প্রভাব-প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে ভিটে থেকে দূরত্ব বাড়তে থাকে রাম রহিমের। যোগাযোগ আস্তে আস্তে কমে যায় বন্ধুদের সঙ্গেও। মাস ছয়েক আগে শেষ বার গ্রামে এসেছিলেন। ‘মেসেঞ্জার অব গড-২’ ছবির শুটিংয়ের জন্য। তারই মাঝে কয়েক জনের সঙ্গে দেখা করেছিলেন। কিছুক্ষণ গল্প-আড্ডাও হয়েছিল।

এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। ছোটবেলার সেই কাছের বন্ধু আজ জেলবন্দি। ধর্ষণের অপরাধ প্রমাণিত। আজ ২৮ আগস্ট সোমবার শাস্তির মেয়াদ জানাবে আদালত। ক্ষমতা আর প্রতিপত্তির লোভ যে মানুষকে এতটা নীচে নামাতে পারে, তা যেন বিশ্বাস হচ্ছে না গুরমিতের বন্ধুদের।

এদিকে ২৫ আগস্ট শুক্রবার হরিয়ানার পঞ্চকুলার একটি আদালতে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমকে ধর্ষণ মামলার দোষী সাব্যস্ত করার পর থেকে ছড়িয়ে পড়া সংঘর্ষে হরিয়ানা ও পাঞ্জাবজুড়ে এ পর্যন্ত ৩২ জনের প্রাণহানি ও দুই শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সহিংসতা ছড়িয়ে পড়ে দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও।

২৬ আগস্ট শনিবার সকাল থেকে হরিয়ানার পাঁচকুলা ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সহিংসতা এড়াতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকায় কারফিঊ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোহতকের অনেক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top