ট্রাম্পের নিরাপত্তা দিতে অর্থসংকটে গোয়েন্দারা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা দিতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস বিভাগ। সিক্রেট সার্ভিসের পরিচালক র্যা নডল্প টেক্স এলেস ‘ইউএসএ টুডে’কে জানিয়েছেন, ট্রাম্প এবং তাঁর বৃহদাকার পরিবারের সদস্যদের দেশের ভেতরে ও বাইরে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সংস্থাটি আর্থিক সংকটে পড়েছে।

তিনি জানান, তাঁর সংস্থা শত শত নিরাপত্তাকর্মীকে বেতন দিতে পারছে না। বছর শেষ হতে চার মাসের বেশি সময় বাকি থাকলেও এলেস বলেন, ট্রাম্প ফ্লোরিডা, নিউজার্সি ও ভার্জিনিয়ায় তাঁর সম্পত্তি দেখাশোনার জন্য সপ্তাহান্তে ভ্রমণে যান। দেশে ও বিদেশে তাঁর পরিবারের সদস্যদের ব্যবসায়িক সফর ও ছুটি কাটানোর সফরে নিরাপত্তা বিধানের ভারে সংস্থাটি অচল হওয়ার দশা।

এলেস সংবাদপত্রকে জানান, ট্রাম্পের আমলে তাঁর পরিবারের ১৮ জনসহ মোট ৪২ জনকে নিরাপত্তা দিতে হয়। ওবামার সময় এ সংখ্যা ছিল ৩১। অতিরিক্ত দায়িত্বের চাপে ইতিমধ্যেই বেশ কয়েক’জন নিরাপত্তারক্ষী পদত্যাগ করেছেন।

পরিচালক সতর্ক করে বলেন, অতিরিক্ত অর্থ বরাদ্দ ছাড়া সংস্থাটি তার রক্ষীদের বেতন দিতে পারবে না। তিনি ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের বেতন ও ওভারটাইমের বেতন প্রদানের জন্য বছরে এক লাখ ৬০ হাজার ডলার থেকে এক লাখ ৮৭ হাজার ডলার বাড়ানোর জন্য আইন প্রণেতাদের কাছে প্রস্তাব করেছেন। অর্থ বরাদ্দ বাড়ানো হলেও ১৩০ জন প্রবীণ রক্ষীর অতিরিক্ত কাজের বেতন পুরোপুরি পরিশোধ করা যাবে না।

পরিচালক জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এক হাজার ১০০ রক্ষীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এ সময় প্রায় ১৫০ জন বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান নিউইয়র্কে আসবেন।

এলেস বলেন বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানসহ কোনো কোনো অর্থ সংক্রান্ত অপরাধ প্রতিহত করা এ সংস্থার দায়িত্ব।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্পের নিরাপত্তা বিধানজনিত খরচের বিষয়টি বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। তাঁর ফ্লোরিডার ম্যার-এ-ল্যাগো ভ্রমণে প্রতিবার খরচ হয় ৩ মিলিয়ন ডলার। দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসে এ ভ্রমণে খরচ হয় ২০ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ট্রাম্প ফ্লোরিডায় সাতবার, নিউজার্সির বেড মিনিস্টারে গল্ফ ক্লাবে পাঁচবার যান এবং নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে ফেরত আসেন।

উরুগুয়েতে এরিক ট্রাম্পের বাণিজ্যিক ভ্রমণে হোটেল বিল হিসেবে নিরাপত্তা সংস্থাকে প্রায় এক লাখ ডলার গুনতে হয়। ট্রাম্পের ছেলেরা যুক্তরাজ্য, ডোমিনিকান রিপাবলিক, ব্রিটিশ কলম্বিয়া ও দুবাই ভ্রমণে যান। নিরাপত্তা সহ এসব ভ্রমণের সব খরচ এ সংস্থাকে বহন করতে হয়।

বাংলাদেশ সময়: ১১১৩০ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top