সীমান্তের ওপার থেকে কোনো রকেট বা ক্ষেপণাস্ত্র ধেয়ে আসলেই ইসরাইলজুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। গাজায় হামলার জবাবে ইসরাইলে হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পরও বেজে উঠেছিল সাইরেন, আর তা শুনেই দৌড় শুরু করেন বিভিন্ন স্থানে থাকা ইসরাইলিরা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইয়েমেনের হুতি যোদ্ধারা। এ হামলাকে ‘গুণগত অভিযান’ হিসেবে বর্ণনা করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরাইলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকেন। এ ঘটনার এক ভিডিওতেও দেখা গেছে সেই চিত্র।
তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা ইসরাইলের আকাশসীমার বাইরে এবং মাঝ-আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে ইসরাইলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।’
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে’।
ইসরাইলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে।