প্রথম মেয়াদে যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই এবারও তিনি গ্রিনল্যান্ড কব্জাগত করার কথা জানালেন। আর তার পরিকল্পনা বাস্তবায়নে অনানুষ্ঠানিক দৌড়ঝাঁপও শুরু হয়েছে। যদিও গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ২০১৯ সালেও তিনি একবার গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
এমন ঘটনা অবশ্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে অবশ্য প্রথম নয়। এর আগেও আলাস্কা অঙ্গরাজ্য কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৮৬৭ সালে রাশিয়ার থেকে আলাস্কা কিনে নেয় আমেরিকা। এর জন্য সেই সময়ে ওয়াশিংটনের খরচ হয়েছিল ৭২ লক্ষ ডলার। এখন গ্রিনল্যান্ড কিনে নিতে কত ব্যয় হতে পারে, সেটি নিয়েই চলছে বিশ্বজুড়ে আলোচনা।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং আলাস্কার দামের ওপর ভিত্তি করে এবং মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য করে গ্রিনল্যান্ডের একটি আনুমানিক দাম নির্ধারণ করেছেন রিয়েল এস্টেট ডেভেলপার এবং নিউ ইয়র্ক ফেডের প্রাক্তন অর্থনীতিবিদ ডেভিড বার্কার।
তিনি বলেন, ‘ডিনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পকে ১ হাজার ২৫০ কোটি থেকে ৭ হাজার ৭০০ কোটি ডলার গুনতে হতে পারে।’
স্নায়ুযদ্ধের সময় থেকেই কৌশলগত কারণে গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে। এ কারণে ১৯৪৬ সালে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১০ কোটি ডলার মূল্যের স্বর্ণের বিনিময়ে এটি ডেনমার্কের কাছ থেকে কিনতে চেয়েছিলেন। তবে ডেনিস সরকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
এর আগে, লুইজিয়ানা, আলাস্কা ও ভার্জিন দ্বীপপুঞ্জ কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি করতে না চাইলেও ১৯১৭ সালে ভার্জিন দ্বীপপুঞ্জ বিক্রি করেছিল ওয়াশিংটনের কাছে। আর ১৮০৩ সালে ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা কিনে নিয়েছিল দেড় কোটি ডলার সোনার মূল্যে।
ডেভিড বার্কার বলেন, ‘মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেটি বিবেচনা করলে এর মূল্য অবশ্যই অনেক বেশি হবে। তবে শুধু খনিজ পদার্থ বিবেচনা করলে, এটি মার্কিন অর্থনীতির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।’
এর আগে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গ্রিনল্যান্ডের সম্পদের মূল্য ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ডেভিড বার্কার এই অনুমানকে অবাস্তব বলেছেন।