ইসলামকে ধর্মের অবমাননা করায় রাজনৈতিক এক বৌদ্ধ সন্ন্যাসীকে কারাদণ্ড দিয়েছে শ্রীলঙ্কার আদালত। ধর্মীয় বিদ্বেষ উস্কে দেয়ার অভিযোগে দ্বিতীয়বারের মতো ওই সন্ন্যাসীকে কারাগারে পাঠিয়েছে দেশটি। শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সাজাপ্রাপ্ত ওই সন্ন্যাসীর নাম গ্যালাগোডাত্তে জ্ঞানাসরা। এর আগে ২০১৬ সালেও, ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে একবার কারাগারে গিয়েছিলেন তিনি।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দ্বিতীয় বারের মতো আদালত তাকে নয় মাসের সাজা দিয়েছে। ২২ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে ১০ শতাংশের বেশি মুসলমান। তার বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডের আপিল করেছিলেন আইনজীবীরা। সেসময় তিনি জামিনে মুক্ত ছিলেন।
এই সন্নাসী শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসের ঘনিষ্ঠ সহযোগী। ২০২১ সালে ওই সন্ন্যাসীকে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে দেশটির আইনি সংস্কারের জন্য গঠিত একটি প্যানেলের প্রধান নিযুক্ত করেছিলেন রাজাপাকসে। তখন বিরোধী আইনপ্রণেতা শানাকিয়ান রাসামানিকম জ্ঞানাসরার নিয়োগকে ‘তামাশা’ বলে আখ্যায়িত করেছিলেন।