আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতাকে গ্রেফতারের দাবি করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী।
শনিবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের একজন ইসলামিক স্টেটের (আইএস) সাহেল শাখার শীর্ষস্থানীয় ব্যক্তি। তার নাম মোহাম্মদ ওউলদ এরকেহিল ওরফে আবু রাকিয়া ওরফে আবু হাশ।
মালির সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা দেশটির উত্তরাঞ্চলে একটি অভিযান চালিয়ে আইএসের বেশ কিছু সদস্যকে হত্যা করেছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেনাকা ও গাও অঞ্চলে মানুষের বিরুদ্ধে নৃশংসতায় সমন্বয়ের জন্য আবু রাকিয়াকে দায়ী করেছে মালির সেনাবাহিনী। এছাড়া সেনাবাহিনীর বিরুদ্ধে হামলায় সমন্বয়ের জন্যও তাকে দায়ী করা হয়েছে।
২০১২ সাল থেকে মালি গভীর অস্থিরতার মুখোমুখি। এই অস্থিরতা আল-কায়েদা, আইএস ও স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।
সম্প্রতি মালির সামরিক শাসক সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বর্তমানে তারা রাশিয়ার সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে।