ইসরায়েলে ধীরে ধীরে ফিলিস্তিনিদের চাকরির বাজার দখল করছে ভারতীয়রা

ইসরায়েলে ধীরে ধীরে ফিলিস্তিনিদের চাকরির বাজার দখল করছে ভারতীয়রা। গত এক বছরে, ১৬ হাজার ভারতীয় শ্রমিক ইসরায়েলের নির্মাণ কাজে যোগ দিয়েছেন। যুদ্ধের আগে দেশটির নির্মাণাধীন আবাসিক এলাকায় কাজ করতেন ফিলিস্তিনিরা। সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিএস-সিবিএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নির্মাণ শ্রমিকের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার শূন্যতা পূরণের জন্য দেশটির সরকার ভারত থেকে শ্রমিক নিচ্ছে। যদি এই হামলা না হতো, তাহলে নির্মাণাধীন আবাসিক এলাকায় ভারতীয়দের বদলে ফিলিস্তিনি শ্রমিকেই পরিপূর্ণ থাকত।

তবে এর কোনো কিছুই ৩৫ বছর বয়সী ভারতীয় রাজু নিশাদকে ইসরায়েলে আসা থেকে বিরত রাখতে পারেনি। আন্তর্জাতিক এক গণমাধ্যমকে তিনি বলেন, “এখানে ভয় পাওয়ার কিছু নেই। ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাই আর সেটি যখন বন্ধ হয় আমরা আবার কাজ শুরু করি।”

ইসরায়েলে উচ্চ আয়ের সুযোগ আছে। দেশে থাকলে একই কাজ করে তারা যা আয় করতেন এখানে তার তিনগুণ পান। এ কারণেই নিশাদের মতো শ্রমিকরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইসরায়েলে যাচ্ছেন।

নিশাদ বলেন, “আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি। আমার পরিবারের জন্য অর্থপূর্ণ কিছু করতে লাভজনক ব্যবসার পরিকল্পনা করছি।” গত এক বছরে ভারত থেকে যে প্রায় ১৬,০০০ শ্রমিক এসেছেন, নিশাদ তাদের একজন। ভারত থেকে আরও হাজার হাজার শ্রমিক নিয়ে আসার পরিকল্পনা করেছে ইসরায়েল।

Scroll to Top