আবু জোলানির মাথার বিনিময়ে পুরস্কার বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানিকে আটক করার বিনিময়ে এক কোটি ডলারের সেই পুরস্কারের ঘোষণা স্থগিত করেছে আমেরিকা। গতকাল শুক্রবার পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন।

লিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হায়াতে তাহারির আশ-শামের নেতা আবু জোলানির সাথে সাক্ষাতের জন্য সিরিয়ার রাজধানী দামে্স্ক সফর করে। এরপর জোলানিকে আটকের জন্য ঘোষিত পুরস্কার স্থগিত করা হয়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে আমেরিকা জোলানিকে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করে এবং তার সংগঠনকে কালো তালিকাভুক্ত করে।

গতকাল দামেস্কে হায়াতে তাহরির আশ-শামের নেতার সাথে বৈঠকের সময় আবু জুলানিকে তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার স্থগিত করার কথা জানান বারবারা লিফ এবং তার এই বার্তাকে জোলানি ইতিবাচকভাবে নিয়েছেন বলে জানান মার্কিন এ কূটনীতিক।

পরে এক সংবাদ সম্মেলনে বারবারা লিফ বলেন, আবু জোলানিকে এই কথা নিশ্চিত করা খুব বেশি জরুরি যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ায় কিংবা তার বাইরে আমেরিকা ও তার মিত্রদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বারবারা লিফের নেতৃত্বে এটিই প্রথম কোনো উচ্চপর্যয়ের কূটনৈতিক দলের দামেস্ক সফর।

উল্লেখ্য, সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানির ওপর আশার আল আসাতের পতনের পরও জারি ছিল যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা। একসময় তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি ডলারও।

তবে ১২ দিনের আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

Scroll to Top