রাশিয়ার আরও আগে ইউক্রেনে আক্রমণ করা উচিৎ ছিল: পুতিন

ইউক্রেনে আরও আগে আক্রমণ শুরু করা উচিৎ ছিল রাশিয়ার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

সংবাদ সম্মেলনে পুতিন জানান, দেরি না করে আরও আগেই এই অভিযান শুরু করার সিদ্ধান্ত নিতে হতো। এছাড়াও আগেই কেনো ইউক্রেন অভিযানের প্রস্তুতি নেননি। সেটা নিয়ে কিছুটা আফসোসও করেন তিনি।

প্রেসিডেন্ট পুতিন বলেন, যদি সবকিছু আবার সুযোগ থাকতো, তাহলে পুরো বিষয়টি অন্যভাবে শুরু করতেন তিনি। ভালো করে প্রস্তুতি নেয়ার সময় দিতেন সেনাদের। এসময়, নিজের ওপর যুদ্ধের প্রভাব নিয়েও কথা বলেন তিনি।

সিরিয়ার সঙ্গে রাশিয়া সু-সম্পর্ক রাখতে চায় রাশিয়া জানিয়ে পুতিন বলেন, আমরা এখনও সিরিয়ার সাথে সু-সম্পর্ক রাখতে চাই। সিরিয়ায় আমাদের সামরিক ঘাঁটি নিয়ে মাথা নেই সিরিয়ার ক্ষমতাসীন পক্ষগুলোর বেশিরভাগেরই। তবে, আমরাই আরও ভাববো। কারণ, যে রাজনৈতিক পক্ষ সিরিয়া নিয়ন্ত্রণ করছে এবং ভবিষ্যতেও করবে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

Scroll to Top