ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে কানাডার রাজনীতি। অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের দাবিও আরও জোরালো হচ্ছে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা।
অভিবাসী ইস্যু নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়াকড়ির ঘোষণায় টালমাটাল কানাডার রাজনীতি। ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি মোকাবিলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে অটোয়া। এসবের মধ্যেই অর্থমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ যেন সমস্যাকে আরও জটিল করে তুলেছে।
নীতি নির্ধারণে মতবিরোধ ও অর্থমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধী নেতাদের অভিযোগ, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডীয়দের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত জাস্টিন ট্রুডো। অবিলম্বে ট্রুডোকেও পদত্যাগের দাবি জানান তারা।
মূলত ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই কানাডার রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। সোমবার অর্থমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পরপরই ক্ষমতাসীন লিবারেল পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও এ নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, মহামারি, মুদ্রাস্ফীতি এমনকি মহামন্দার পরিস্থিতি অতীতে পার করে আসা কানাডা এই সংকটও মোকাবিলা করতে পারবে।
তিনি বলেন, কানাডার জনগণ খুব ভালোভাবেই লিবারেল পার্টি অব কানাডার নীতি সম্পর্কে অবগত আছে। আমরা সুষ্ঠু, ন্যায্য ও শক্তিশালি অর্থনীতিকে সমর্থন করি। যে অর্থনীতি ব্যবস্থা সবার জন্য, শুধুমাত্র ধনীদের জন্য বরাদ্দ নয়।
এরইমধ্যে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে নতুন নীতির ঘোষণা করেছে ট্রুডো সরকার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকানো ও মাদক চোরাচালান রুখতে নজরদারি ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সেইসঙ্গে, আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে যেকোনো সময় আক্রমণে প্রস্তুত যৌথ বাহিনী মোতায়েন করেছে কানাডা। নতুন নিরাপত্তা উদ্যোগের জন্য প্রায় ১৩০ কোটি কানাডিয়ান ডলার ব্যয় করবে সরকার।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য ‘শুল্ক যুদ্ধের’ শঙ্কা জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ অবস্থায় কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করা হলে ট্রুডোকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে।