শরণার্থীদের দেশে ফিরে আসার আহ্বান সিরিয়ার নতুন প্রধানমন্ত্রীর

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বিদেশে থাকা সিরিয়ানদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বুধবার ইতালির দৈনিক কোরিয়ারে ডেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

বশির বলেছেন, “বিদেশে থাকা সব সিরিয়ানদের কাছে আমার একটি আবেদন: সিরিয়া এখন একটি স্বাধীন দেশ যেটি তার গর্ব এবং মর্যাদা অর্জন করেছে। ফিরে আসুন।”

গত ১৩ বছরের গৃহযুদ্ধে সিরিয়ার ৬০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। তাদের অধিকাংশ জর্ডান, জার্মানি, লেবানন ও তুরস্কে আশ্রয় নিয়েছে। রোববার বিদ্রোহীদের হাতে পতন হয় প্রেসিডেন্ট আসাদ সরকারের।

সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার লক্ষ্য লাখ লাখ শরণার্থীকে দেশে ফিরিয়ে আনা, নাগরিকদের সুরক্ষা এবং মৌলিক পরিষেবা প্রদান। তবে তিনি স্বীকার করেছেন যে এটি কঠিন হবে। কারণ দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার অভাব রয়েছে।

তিনি বলেছেন, “আমাদের কাছে কোনো বৈদেশিক মুদ্রা নেই এবং ঋণ ও বন্ডের জন্য আমরা এখনও তথ্য সংগ্রহ করছি। তাই হ্যাঁ, আর্থিকভাবে আমাদের পরিস্থিতি খুবই খারাপ।”

Scroll to Top